অহংকার
গানঃ অহংকার
ব্যান্ডঃ আইকন্স
অ্যালবামঃ লোকায়ত
লোকায়ত দর্শন একটি দার্শনিক ধারণা। সাধারণত ভারতীয় দর্শনের ইতিহাসে ‘লোকায়ত দর্শন’ বলতে ‘জনসাধারণের দর্শন’ বা ‘সাধারণ মানুষের দর্শন’ এবং ‘ইহলৌকিক দর্শন’কে বোঝায়।
আবারো ফিরে আসা এখানে
হাত বাড়িয়ে ছুঁয়ে দেখা
ধুলোর নিচে
যখন এসেছিলাম আলো দেখে
তোমার বৃত্তের সম্মোহনে
ভেঙ্গে পড়েছে বৃষ্টির নামে
চিহ্ন খুঁজে যাই তোমায়
তোমার পৃথিবীতে এখনো কি
আমার বিপরীত আমি?
আমার চেয়ে থাকা প্রলয়ের
অপেক্ষায়
তোমার ঘৃণার তীব্রতায়
এখনো সূর্যের নিচে আমার
অহংকার
তোমায় দেখার অপেক্ষায়
আবারো ফিরে আসা এখানে
হাত বাড়িয়ে ছুঁয়ে দেখা
ধুলোর নিচে
যখন এসেছিলাম আলো দেখে
তোমার বৃত্তের সম্মোহনে
ভেঙ্গে পড়েছে বৃষ্টির নামে
চিহ্ন খুঁজে যাই তোমায়
তোমার পৃথিবীতে এখনো কি
আমার বিপরীত আমি?
আমার চেয়ে থাকা প্রলয়ের
অপেক্ষায়
তোমার ঘৃণার তীব্রতায়
এখনো সূর্যের নিচে আমার
অহংকার
তোমায় দেখার অপেক্ষায়
ভেঙ্গে পড়েছে বৃষ্টির নামে
চিহ্ন খুঁজে যাই তোমায়
তোমার পৃথিবীতে এখনো কি
আমার বিপরীত আমি?
Comments
Post a Comment