Posts

Showing posts from February, 2015

আমি আকাশ পাঠাবো- রাফা

Image
শিরোনামঃ আমি আকাশ পাঠাবো  সুর, সংগীত ও কণ্ঠঃ রাফা কথাঃ শাফায়েত মনসুর রানা নাটকঃ আমি আকাশ পাঠাবো অ্যালবামঃ  কাছে আসার গল্প আমার খোলা আকাশ তোমার অপেক্ষায়  অনেক মেঘ বয়ে যায়  আসবে তুমি আবার আমার মনের বারান্দায় তোমার সময় কেটে যায় আবার আসবে তুমি আমার ভালোলাগায়  অনেক ইচ্ছে ঘুড়ি ... আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে যেখানে গাইবে তুমি আনমনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে।  আমার রঙ্গিন বাতাস তোমার অপেক্ষায়  অনেক স্মৃতি বয়ে যায়  আসবে তুমি আবার আমার মনের বারান্দায় তোমার আলো বয়ে যায়  আবার আসবে তুমি আমার ভালোলাগায়  অনেক ইচ্ছে ঘুড়ি ... আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে যেখানে গাইবে তুমি আনমনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে।  Closeup SoundCloud Link For the Short Film "আমি আকাশ পাঠাবো" Directed by Shafayet Mansoor Rana, also the lyric writer of this song. Composed by - Raef Al Hasan Rafa Performed by - avoidRafa Recorded at - Studio HotBox All Rights Reserved. R

স্বপ্নঘুড়ি-শুন্য

Image
স্বপ্নঘুড়ি  অ্যালবামঃ রঙ- মিক্সড ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে হঠাৎ কালো মেঘ এসে ছেয়ে যায় আকাশে । এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে ভাঙ্গা স্বপ্নের সুর ফিরে আসে আমাতে । পুব আকাশে আবীর মেঘে স্বপ্ন দেখবো আমি ভোরের স্বপ্ন সত্যি হবে একথাই আমি জানি । শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি হবো বলে স্বপ্নঘুড়ি । জানালার ফাঁকে রোদ এসে ঘুম ভাঙায় আমার হয়ত তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার । এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর স্বপ্নের সাথে নিরন্তর । পুব আকাশে আবীর মেঘে স্বপ্ন দেখবো আমি ভোরের স্বপ্ন সত্যি হবে একথাই আমি জানি । শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি হবো বলে স্বপ্নঘুড়ি । এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে ভাঙ্গা স্বপ্নের সূর ফিরে আসে আমাতে ।

শুন্য হাতে-শূন্য

Image
শিরোনামঃ শুন্য হাতে কন্ঠঃ এমিল কথাঃ মোহন জিয়াউল ব্যান্ডঃ শূন্য অ্যালবামঃ গড়বো বাংলাদেশ অপেক্ষাটা অনেক দূরে অপেক্ষাটা অনেক দূরে হাত বাড়িয়ে যায়না ছোঁয়া চোখ তাড়িয়ে যায় না দেখা হাত বাড়িয়ে যায়না ছোঁয়া চোখ তাড়িয়ে যায় না দেখা অপেক্ষাটা অনেক দূরে স্বপ্নটাকে আঁকড়ে ধরে শুন্য হাতে বাড়ি ফিরি প্রতিক্ষণে তোমায় খুঁজি, সকাল দুপুর সাঁজে আড়াল হয়ে থাকে তবু, মেঘের ভাঁজে অপেক্ষাটা অনেক দূরে স্বপ্নটাকে আঁকড়ে ধরে শুন্য হাতে বাড়ি ফিরি দৃষ্টি আমার থমকে দাঁড়ায়, চেনা পথের বাঁকে বোঝেনা সে ভালবাসা, ভালবাসি যাকে অপেক্ষাটা অনেক দূরে স্বপ্নটাকে আঁকড়ে ধরে শুন্য হাতে বাড়ি ফিরি….

জীবনের উৎসব-শুন্য

Image
গানঃ জীবনের উৎসব ব্যান্ডঃ  শুন্য এ্যালবামঃ ভাগো ভেবেছ কত বার ছেড়ে যাবে আঁধার ফিরে আসবে নতুন দিনে তবুও আঁধারে কেন আছো পড়ে?  হারিয়ে যাও এই উৎসবে। এক নতুন সুর ডেকেছে তোমাদের, আসবে কি তোমরা আমাদের সাথে? জীবনের উৎসব ঘিরে উল্লাসে সবাই মাতে, তোমার আমার এই আয়োজন। রংধনুর সাত রঙে শব্দরা সবাই মেতে, তোমার আমার এই আয়োজন। এক স্বপ্ন নিয়ে আজ চল এগিয়ে সময়কে বদলে দিতে এই আলোর উৎসবে মেতে উঠো অসবে একই সাথে সাড়া দিতে? এক নতুন সুর ডেকেছে তোমাদের, আসবে কি তোমরা আমাদের সাথে? জীবনের উৎসব ঘিরে উল্লাসে সবাই মাতে, তোমার আমার এই আয়োজন। রংধনুর সাত রঙে শব্দরা সবাই মেতে, তোমার আমার এই আয়োজন। Enjoy The Video