Posts

Showing posts from 2015

GERUA LYRICS - Dilwale | Arijit Singh | Shahrukh Khan, Kajol

Image
GERUA LYRICS - Dilwale | Arijit Singh | Shahrukh Khan, Kajol Geruaa is a color somewhere between orange, saffron, and pink, somewhat like a Salmon. However, for the ease of reading, we have just written pink here in the song's translation. More detail on the meaning of Geruaa can be found  HERE . Singers: Arijit Singh, Antara Mitra Lyrics: Amitabh Bhattacharya Music: Pritam Director: Rohit Shetty Music Label: Sony Music Entertainment India Pvt. Ltd. Dhoop se nikal ke Chhaanv se phisal ke Hum mile jahaan par Lamha tham gaya Aasmaan pighal ke Sheeshe mein dhal ke Jam gaya to tera Chehra ban gaya Duniya bhula ke tumse mila hoon Nikli hai dil se ye duaa Rang de tu mohe Gerua Ranjhe ki dil se hai duaa Rang de tu mohe gerua Haan nikli hai dil se ye duaa Ho.. Rang de tu mohe gerua Ho tumse se shuru.. tumpe fanaa Hai Sufiyana yeh dastaan Main kaarwaan manzil ho tum Jaata jahaan ko har raasta Tumse juda jo Dil zara sambhal ke Dard ka wo saara Kohra chhan gaya Duniya

Mast Magan Lyrics & Translation | 2 States

Image
"2 States" is an adaptaion of Chetan Bhagat best selling novel starring Arjun Kapoor as Krish Malhotra, Alia Bhatt as Ananya Swaminathan. and movie directed by Abhishek Varman. Song Title: Mast Magan Movie: 2 States (2014) Singers: Arijit Singh, Chinmayi Sripada Music: Shankar Ehsaan Loy Lyrics: Amitabh Bhattacharya Starring: Arjun Kapoor, Alia Bhatt Music Label: T-Series HINDI Lyrics | Mast Magan Lyrics Ishq ki dhooni roz jalaaye Uthta dhuaan toh kaise chhupaaye Ho akhiyaan kare jee hazoori Maange hai teri manzoori Kajra siyaahi, din rang jaaye Teri kastoori rain jagaaye Man mast magan, man mast magan Bas tera naam dohraaye Man mast magan, man mast magan Tera naam dohraaye Chaahe bhi toh bhool na paaye Man mast magan, man mast magan Bas tera naam dohraaye Man mast magan, man mast magan Tera naam dohraaye Jogiya jog lagake Makhra rog lagaa ke Ishq ki dhooni roz jalaaye Uthta dhuaan toh kaise chhupaaye Man mast magan, man mast ma

"Dheevara" Song Lyrics in Hindi, Tamil & Telegu From Baahubali

Image
HINDI Song: Khoya Hai Singer: Neeti Mohan,Kaala Bhairava Movie: Baahubali Compose: M.M. Kreem Lyrics: Manoj Muntashir Banner: Arka Mediaworks Producer: Shobu Yarlagadda, Prasad Devineni Director: SS Rajamouli Khoya Hai Khoya Hai Khoya Hai Khoya Dil Aise Leherau Mai Leherau Mai Khoyi Hu Yaar Jaise Taaro Mai Chamke Jiski Do Aankhein Mai Hi To Hun Naa Jharno Mai Gaau Mai Jheelo se Bolu Aa Kar Tu Sunna… Tere Liye Saansein Chaley Ha Jee Le Tu Sang Saajna Sun Le Jara Tujhey Piya Dildaar Maine Chuna Jaha Jaha Jayegi Tu Waha Waha Aaunga Mai Rokein Se Mai Naa Maanu Jhoka Hun Hawaon Ka Mai Thamna Theher Jana Kya Jaanu Jo Parvat Bhi Mujhko Rokein Mujhey Rokein Mai Thokar Se Udaa Du Do Pal Mai Jaaney Kaha Se Aa Gya Le Ke Tu Pyar Ka Aashyian Ha Jara Aazama.. Tu Kahaey To Mita Du Jaaaa Sun Jara Saawra tu hai maira.. Baahubali - The Beginning | Audio Jukebox | Prabhas, Rana & Tamannaah | M.M. Kreem TAMIL Song: Dheevara Movie: Baahubali (20

এপিটাফ-সুমন

Image
শিরোনামঃ এপিটাফ কন্ঠঃ সুমন কথাঃ সুমন ব্যান্ডঃ অর্থহীন অ্যালবামঃ স্বপ্নচূড়া বৃষ্টি   নেমেছে   আজ   আকাশ   ভেঙ্গে হাটছি   আমি   মেঠো   পথে মনের   ক্যানভাসে   ভাসছে   তোমার   ছবি বহুদিন   তোমায়   দেখি   না   যে তোমায়   নিয়ে   কত   স্বপ্ন   আজ   কোথাও   হারায় পুরোনো   গানটার   সুর   আজ   মোরে   কাঁদায় তুমি   তো   দিয়ে   ছিলে   মোরে   কৃষ্ণচূঁড়া   ফুল আমি   তো   বসেছিলাম   নিয়ে   সেই   গানের   সুর তুমি   তো   দিয়ে   ছিলে   মোরে   কৃষ্ণচূঁড়া   ফুল চলে   গেছ   কোথায়   আমায়   ফেলে   বহুদূর … বহুদূর …… সাদাকালো   এ   জীবনের   মাঝে রঙ্গীন   ছিলে   তুমি   শুধু তোমায়   নিয়ে   লেখা   কত   কবিতায় দিয়েছিলাম   কত   সুর আজ   আমার   হাতের   মুঠোয়   নেই   যে   তোমার   হাত , ভোরের   আলো   ফুটবে   কখন ভেবেছি   কত   রাত তুমি   তো   দিয়ে   ছিলে   মোরে   কৃষ্ণচূঁড়া   ফুল আমি   তো   বসেছিলাম   নিয়ে   সেই   গানের   সুর তুমি   তো   দিয়ে   ছিলে   মোরে   কৃষ্ণচূঁড়া   ফুল চলে   গেছ   কোথায়   আমায়   ফেলে   বহুদূর … বহুদূর …… যুদ্ধ   শেষে   আজ   ঘরে   ফিরে দেখি

আমি আকাশ পাঠাবো- রাফা

Image
শিরোনামঃ আমি আকাশ পাঠাবো  সুর, সংগীত ও কণ্ঠঃ রাফা কথাঃ শাফায়েত মনসুর রানা নাটকঃ আমি আকাশ পাঠাবো অ্যালবামঃ  কাছে আসার গল্প আমার খোলা আকাশ তোমার অপেক্ষায়  অনেক মেঘ বয়ে যায়  আসবে তুমি আবার আমার মনের বারান্দায় তোমার সময় কেটে যায় আবার আসবে তুমি আমার ভালোলাগায়  অনেক ইচ্ছে ঘুড়ি ... আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে যেখানে গাইবে তুমি আনমনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে।  আমার রঙ্গিন বাতাস তোমার অপেক্ষায়  অনেক স্মৃতি বয়ে যায়  আসবে তুমি আবার আমার মনের বারান্দায় তোমার আলো বয়ে যায়  আবার আসবে তুমি আমার ভালোলাগায়  অনেক ইচ্ছে ঘুড়ি ... আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে যেখানে গাইবে তুমি আনমনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে।  Closeup SoundCloud Link For the Short Film "আমি আকাশ পাঠাবো" Directed by Shafayet Mansoor Rana, also the lyric writer of this song. Composed by - Raef Al Hasan Rafa Performed by - avoidRafa Recorded at - Studio HotBox All Rights Reserved. R

স্বপ্নঘুড়ি-শুন্য

Image
স্বপ্নঘুড়ি  অ্যালবামঃ রঙ- মিক্সড ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে হঠাৎ কালো মেঘ এসে ছেয়ে যায় আকাশে । এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে ভাঙ্গা স্বপ্নের সুর ফিরে আসে আমাতে । পুব আকাশে আবীর মেঘে স্বপ্ন দেখবো আমি ভোরের স্বপ্ন সত্যি হবে একথাই আমি জানি । শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি হবো বলে স্বপ্নঘুড়ি । জানালার ফাঁকে রোদ এসে ঘুম ভাঙায় আমার হয়ত তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার । এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর স্বপ্নের সাথে নিরন্তর । পুব আকাশে আবীর মেঘে স্বপ্ন দেখবো আমি ভোরের স্বপ্ন সত্যি হবে একথাই আমি জানি । শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি হবো বলে স্বপ্নঘুড়ি । এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে ভাঙ্গা স্বপ্নের সূর ফিরে আসে আমাতে ।

শুন্য হাতে-শূন্য

Image
শিরোনামঃ শুন্য হাতে কন্ঠঃ এমিল কথাঃ মোহন জিয়াউল ব্যান্ডঃ শূন্য অ্যালবামঃ গড়বো বাংলাদেশ অপেক্ষাটা অনেক দূরে অপেক্ষাটা অনেক দূরে হাত বাড়িয়ে যায়না ছোঁয়া চোখ তাড়িয়ে যায় না দেখা হাত বাড়িয়ে যায়না ছোঁয়া চোখ তাড়িয়ে যায় না দেখা অপেক্ষাটা অনেক দূরে স্বপ্নটাকে আঁকড়ে ধরে শুন্য হাতে বাড়ি ফিরি প্রতিক্ষণে তোমায় খুঁজি, সকাল দুপুর সাঁজে আড়াল হয়ে থাকে তবু, মেঘের ভাঁজে অপেক্ষাটা অনেক দূরে স্বপ্নটাকে আঁকড়ে ধরে শুন্য হাতে বাড়ি ফিরি দৃষ্টি আমার থমকে দাঁড়ায়, চেনা পথের বাঁকে বোঝেনা সে ভালবাসা, ভালবাসি যাকে অপেক্ষাটা অনেক দূরে স্বপ্নটাকে আঁকড়ে ধরে শুন্য হাতে বাড়ি ফিরি….

জীবনের উৎসব-শুন্য

Image
গানঃ জীবনের উৎসব ব্যান্ডঃ  শুন্য এ্যালবামঃ ভাগো ভেবেছ কত বার ছেড়ে যাবে আঁধার ফিরে আসবে নতুন দিনে তবুও আঁধারে কেন আছো পড়ে?  হারিয়ে যাও এই উৎসবে। এক নতুন সুর ডেকেছে তোমাদের, আসবে কি তোমরা আমাদের সাথে? জীবনের উৎসব ঘিরে উল্লাসে সবাই মাতে, তোমার আমার এই আয়োজন। রংধনুর সাত রঙে শব্দরা সবাই মেতে, তোমার আমার এই আয়োজন। এক স্বপ্ন নিয়ে আজ চল এগিয়ে সময়কে বদলে দিতে এই আলোর উৎসবে মেতে উঠো অসবে একই সাথে সাড়া দিতে? এক নতুন সুর ডেকেছে তোমাদের, আসবে কি তোমরা আমাদের সাথে? জীবনের উৎসব ঘিরে উল্লাসে সবাই মাতে, তোমার আমার এই আয়োজন। রংধনুর সাত রঙে শব্দরা সবাই মেতে, তোমার আমার এই আয়োজন। Enjoy The Video

ভাগো-শুন্য

Image
গানঃ ভাগো অ্যালবামঃ ভাগো ব্যান্ডঃ শুন্য ভোর হলো দোর খোলো ঘুম ফেলে উঠোরে, নতুন দিন শুরু হবে ভোরের আলোতে। যত না তাড়াহুড়ো ফাঁদে তুমি পড়বেই ফিরে আজ যেতে হবে তোমার খাঁচাতে… চল চল জোড়ে চল সময়ের তালে চল, যদি নিতে চাও তোমাকে গন্তব্যে। ভাগো ভাগো জোড়ে ভাগো মামা গাড়ি জোড়ে টানো, আজ কপালে যে শনি লেখা আছে! সাড়ে সাত মিনিটে পারবে কি এড়াতে, জীবনের পথচলার সকল বাঁধাকে? ব্যস্ততার এই ভিড়ে ভুলছো যে নিজেকে, ঘড়ির কাঁটা থেমে গেলে তোমার পাবে কে?

শোন মহাজন-শুন্য

Image
গানঃ শোন মহাজন অ্যালবামঃ ভাগো ব্যান্ডঃ শুন্য আমার চোখে তুমি দেখো, আমি তো দেখিনা; আমার কাঁধে দখল নিয়েও, শান্তি হলোনা। আমার হাতে তুমি ভাঙ্গো, গড়ে ছিলাম যা; আমার কথায় তুমি বলো, ক্যামনে হলো তা! আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে! কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে? শোন মহাজন, আমি নয়তো এক জন, শোন মহাজন, আমরা অনেক জন। তোমার খেলা দেখি বলে, দেখবো কি আ-জীবন? আমার খেলা শুরু হলে, রুখবে না কেউ তখন! অনেক হলো বাদর নাচন, এবার একটু শান্ত হও কিসের আমার ভালো-মন্দ, আমাকেই বুঝতে দাও... আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে! কবে তোমার দখল থেকে, মুক্তি আমায় দেবে? শোন মহাজন, আমি নয়তো এক জন, শোন মহাজন, আমরা অনেক জন।

সময় এখন আমার-শুন্য

Image
গানঃ সময় এখন আমার অ্যালবামঃ ভাগো ব্যান্ডঃ শুন্য আজকে আমি হাঁটবো আবার, খুলবো দুয়ার, ভয় হারাবে;  আজকে আমি গুমরে উঠা কষ্টগুলো দেবো ভেঙ্গে। জেনে রাখিস আঁধার কখনো নিতে পারে না আলো,  তুই আঁধারে থাকিস পরে, তুই লুকিয়ে থাকায় ভালো। সময় এখন আমার, এই যুদ্ধ যে আমার; আজ হারবো না আমি আর তোদের কাছে। তবু আমি থামবো না আর, ভাঙবো না আর তোদের কাছে; যতবার আমায় নুয়িয়ে দিবি, উঠে দাঁড়াই মনের জোরে।

চেনা আকাশ-শুন্য

Image
গানের নামঃ চেনা আকাশ ব্যান্ড-শুন্য এ্যালবাম-ভাগো দিন শেষে রাত রাত শেষে দিন হলে করি বাধার নিয়ম পার করে ছুটে যাবো আমি আজ বহু দূরে এক নতুন স্রোতে অজানার পথে। চেনা আকাশ চেনা রঙ গুলো ঢেকে দিয়ে খুঁজে পাবো নিজেকে নতুন করে।  এই ছুটে চলার সব বাধা পেরিয়ে সময় মুঠোয় নিয়ে সিমানা ছাড়িয়ে আবার শুরু করি শুন্য থেকে যতই বাধা আসুক পারবেনা থামাতে। চেনা আকাশ চেনা রঙ গুলো ঢেকে দিয়ে খুঁজে পাবো নিজেকে নতুন করে।  স্বপ্ন তোমার তুমি নিজেই গড় আগামী তোমার হয় ভুলে চল নিজের ভিতরে আলো জ্বালিয়ে আলোকিত কর এই পৃথিবী। চেনা আকাশ চেনা রঙ গুলো ঢেকে দিয়ে খুঁজে পাবো নিজেকে নতুন করে।