Posts

Showing posts from June, 2016

নিকৃষ্ট ৩ । ক্যান্সারের নিশিকাব্য । অর্থহীন

Image
তুমি মরে গেলেও থামবোনা আমি! . খানকি মাগি এখন থামো! মিথ্যে কান্না অনেক হলো কি লিখবো জানিনা, কি গাইবো ভাবিনা; দুই পয়সার হ্যোর, তোমায় আমি চুদি না! . ভেবেছিলে কি এখনো কাঁদি? অন্ধকার হাতড়ে ফিরি? আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা! . তোমার চোখে রঙিন চশমা পৃথিবীটা ছিলো মিথ্যে কান্না আঁধারকে আলো ভেবে তোমার অভিনয়ে হয়েছিলো কবর মাটির বিছানা! . ভেবেছিলে কি এখনো কাঁদি? অন্ধকার হাতড়ে ফিরি? আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা! . তুমি বলেছিলে মানুষ বদলায়! আমিও বদলে গেছি!! এখন দেখো কার চোখে রক্ত ঝরে! অন্ধকারে !! তুমি নিকৃষ্ট !!! . হেয় খানকি মাগি যাচ্ছো কোথায়? আমার কথা শেষ হয় নাই! তুমি মরলেও থামবোনা আমি দাঁড়িয়ে থাকবো কবরের পাশে, যেদিন রাতে জোছনা উঠবে ঘৃণায় ভিজবে তুমি মুত্র দিয়ে! . কারণ তুমি অমানুষ!!! ওয়াক থু! তুমি অমানুষ! তুমি নিকৃষ্ট !!! . তুমি বলেছিলে মানুষ বদলায়! আমিও বদলে গেছি! এখন দেখো কার চোখে রক্ত ঝরে! অন্ধকারে !! . তুমি মানে মগজ পচন তুমি মানে কাপুরুষের ধর্ষণ! তুমি মানে মন বিকলাঙ্গ তুমি মান

কবিতা | জেমস

Image
কবিতা | জেমস কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা। দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল। বেদনা সিক্ত অশান্ত এই মন খুঁজে ফেরে মেটায় প্রয়োজন যতদূর জানে ব্যাকুল হৃদয় নীল বিষের পেয়ালা মনের বাঁধন। নয়ন গভীরে আঙিনায় নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা কোথায় হারালে বল পাবো তোমায় বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় ।

ICONS | CD COVER | G-SERIES

Image

অভিমান | সুমন ও অর্থহীন । বোকা মানুষটা

Image
Song Name :  অভিমান  Artist :  সুমন ও অর্থহীন Album Name :  বোকা মানুষটা আমি দেখতে চাই না আর কখনো নিঝুম রাতে ঐ আকাশ ভরা জোসনা আমি জানতে চাই না কেন আসে অশ্রুধারা যখন দেখি বিচ্ছিন্নতা আমি উঠতে চাই না আজ আবার মেঘের ভেলায় ছুয়ে যাওয়া ঐ পাহাড়চূড়া আমি শুনতে চাই না নতুন কোন গানের ভাষায় তোমাদের ঐ আহবান চাইছ কেন তোমরা সব যা নেই আমার দেবার শুনবে তোমরা কিভাবে এই বোবার চিৎকার জানালার ঐ পাশটাতে ছিল আকাশ নীল আটকে দিলে তোমরা আমায় ঘরে একাকী তবে কেন চাও তোমরা ফিরে আমাকে পেতে চাই না আর কিছু হারানোর ভয়ে আমি চাইনি জীবন , চাইনি মৃত্যু চেয়েছি শুধু সব কিছুতে শুন্যতা আমি চাইনি শুরু , চাইনি শেষ চেয়েছি শুধু অদৃশ্য পথচলা আমি চাইনি হাসি , চাইনি কান্না চেয়েছি শুধু না ভাঙ্গা নিস্তধ্বতা আমি চাইনি আধার , চাইনি আলো চেয়েছি শুধু একটখানি অস্পষ্টতা চাইছ কেন তোমরা সব যা নেই আমার দেবার শুনবে তোমরা কিভাবে এই বোবার চিৎকার জানালার ঐ পাশটাতে ছিল আকাশ নীল আটকে দিলে তো

অহংকার

Image
গানঃ অহংকার ব্যান্ডঃ আইকন্স অ্যালবামঃ  লোকায়ত লোকায়ত দর্শন  একটি দার্শনিক ধারণা।   সাধারণত   ভারতীয় দর্শনের ইতিহাসে ‘লোকায়ত দর্শন’ বলতে ‘জনসাধারণের দর্শন’ বা ‘সাধারণ মানুষের দর্শন’ এবং ‘ইহলৌকিক দর্শন’কে বোঝায়। আবারো ফিরে আসা এখানে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখা ধুলোর নিচে যখন এসেছিলাম আলো দেখে তোমার বৃত্তের সম্মোহনে ভেঙ্গে পড়েছে বৃষ্টির নামে চিহ্ন খুঁজে যাই তোমায় তোমার পৃথিবীতে এখনো কি আমার বিপরীত আমি ? আমার চেয়ে থাকা প্রলয়ের অপেক্ষায় তোমার ঘৃণার তীব্রতায় এখনো সূর্যের নিচে আমার অহংকার তোমায় দেখার অপেক্ষায় আবারো ফিরে আসা এখানে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখা ধুলোর নিচে যখন এসেছিলাম আলো দেখে তোমার বৃত্তের সম্মোহনে ভেঙ্গে পড়েছে বৃষ্টির নামে চিহ্ন খুঁজে যাই তোমায় তোমার পৃথিবীতে এখনো কি আমার বিপরীত আমি ? আমার চেয়ে থাকা প্রলয়ের অপেক্ষায় তোমার ঘৃণার তীব্রতায় এখনো সূর্যের নিচে আমার অহংকার তোমায় দেখার অপেক্ষায় ভেঙ্গে পড়েছে বৃষ্টির নামে চিহ্ন খুঁজে যাই তোমায় তোমার পৃথিবীতে এখনো কি আমার বিপরীত আমি?