আমি আকাশ পাঠাবো- রাফা

শিরোনামঃ আমি আকাশ পাঠাবো সুর, সংগীত ও কণ্ঠঃ রাফা কথাঃ শাফায়েত মনসুর রানা নাটকঃ আমি আকাশ পাঠাবো অ্যালবামঃ কাছে আসার গল্প আমার খোলা আকাশ তোমার অপেক্ষায় অনেক মেঘ বয়ে যায় আসবে তুমি আবার আমার মনের বারান্দায় তোমার সময় কেটে যায় আবার আসবে তুমি আমার ভালোলাগায় অনেক ইচ্ছে ঘুড়ি ... আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে যেখানে গাইবে তুমি আনমনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে। আমার রঙ্গিন বাতাস তোমার অপেক্ষায় অনেক স্মৃতি বয়ে যায় আসবে তুমি আবার আমার মনের বারান্দায় তোমার আলো বয়ে যায় আবার আসবে তুমি আমার ভালোলাগায় অনেক ইচ্ছে ঘুড়ি ... আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে যেখানে গাইবে তুমি আনমনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে। Closeup SoundCloud Link For the Short Film "আমি আকাশ পাঠাবো" Directed by Shafayet Mansoor Rana, also the lyric writer of this song. Composed by - Raef Al Hasan Rafa Performed by - avoidRafa Recorde...