ভাগো-শুন্য

গানঃ ভাগো অ্যালবামঃ ভাগো ব্যান্ডঃ শুন্য ভোর হলো দোর খোলো ঘুম ফেলে উঠোরে, নতুন দিন শুরু হবে ভোরের আলোতে। যত না তাড়াহুড়ো ফাঁদে তুমি পড়বেই ফিরে আজ যেতে হবে তোমার খাঁচাতে… চল চল জোড়ে চল সময়ের তালে চল, যদি নিতে চাও তোমাকে গন্তব্যে। ভাগো ভাগো জোড়ে ভাগো মামা গাড়ি জোড়ে টানো, আজ কপালে যে শনি লেখা আছে! সাড়ে সাত মিনিটে পারবে কি এড়াতে, জীবনের পথচলার সকল বাঁধাকে? ব্যস্ততার এই ভিড়ে ভুলছো যে নিজেকে, ঘড়ির কাঁটা থেমে গেলে তোমার পাবে কে?